পৃষ্ঠা  নম্বরঃ ১

১. অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
২. আমি অপার হয়ে বসে আছি
৩. আমার মন-চোরারে কোথা পাই
৪. সব লোকে কয় লালন কি জাত সংসারে
৫. জাত গেলো জাত গেলো বলে
৬. মানুষ ভজলে সোনার মানুষ হবি
৭. খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
৮. বলি মা তোর চরণ ধরে
৯. সময় গেলে  সাধন হবে না
১০. ধন্য ধন্য বলি তারে
১১. তিন পাগলে হইল মেলা নইদে এসে
১২. দিবানিশি থাকরে সব বা-হুঁশারী
১৩. করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন
১৪. জানতে হয় আদম ছফির আদ্য কথা

১৫. অকুল পাড় দেখে মোদের লাগল রে ভয়
১৬. অন্তিম কালের কালে ও কি হয় না জানি
১৭. অমর ভেবে সার
১৮. অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যেয়ে কোন শহরে
১৯. আগে জান না ও মনুরায়
২০. আছে আদি মক্কা এই মানব দেহে