দিবানিশি থাকরে সব বা-হুঁশারী


দিবানিশি থাকরে সব বা-হুঁশারী
রাছুল বলে এ দুনিয়া মিছে ঝাকমারী।।
পড়িলে আউজবিল্লা
দূরে যায় কি নানতুল্লা
মুর্শিদরূপ যে করে হিল্লা
শঙ্কা যায় তারই।।
অসৎ অভক্তজনা
গুপ্ত ভেদ তারে বল না
বলিলে সে মানিবে না
করবে অহংকারী।।
যাহার কথা সব ছফিনায়
গুপ্ত ভেদ সব দিলাম ছিনায়
এমনি মতন তোমার সবায়
দিও সবারই।।
খলিফা আউলিয়া রইলে
যে যা বোঝে দিও বলে
লালন বলে রাছুলের এই
নছিহত জারী।।